ভিডিও

ধামইরহাটে আলোকিত সীমান্ত বিনির্মাণের প্রত্যয়

বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক যেন মিলনমেলা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৫:২৯ বিকাল
আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ০৫:২৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আলোকিত সীমান্ত বিনির্মাণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে দুই দেশের শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় সীমান্তবর্তী খয়েরবাড়ী গ্রাম যেন অপরুপ সাজে সেজেছিল। এতে দুই বাহিনীর অধিনায়কগণ দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে উভয় দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা বজার রাখতে উভয় অধিনায়ক একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.হামিদ উদ্দিন,বিজিবি এমএস,পিএসসি জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উমার ইউনিয়নের সীমান্ত ঘেঁষা খয়েরবাড়ী গ্রামের পূর্ব মাঠে সীমান্ত পিলার ২৫৮ এর সাব পিলার ৫ এর কালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাদেশ অভ্যন্তরে ৩শ’ গজের মধ্যে বোরো ধান ক্ষেতের পুকুরের পাশে এ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌহার্দপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-আলোকিত গ্রাম,আলোকিত মানুষ,আলোকিত সীমান্ত। আলোকিত সীমান্ত বিনির্মাণ, এক সাথে আলোর পথে,নিরাপদ সীমান্ত,সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, সীমান্ত আইন লঙ্ঘন,চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে এবং দুই বাহিনীর মধ্যে সুসমন্বয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে পনেরো সদস্য বিশিষ্ট বিজিবি দলের নেতৃত্ব দেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল মো.হামিদ উদ্দিন,বিজিবিএমএস,পিএসসি। অপরদিকে পনেরো সদস্য বিশিষ্ট বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৩৭ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শুকভীর ধাংগার।

বৈঠক শেষে চারিদিকে বোরো ধানের সবুজের মাঝে একটি উঁচু শুকনো মাঠে পুকুরের পাশে দুই দেশের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনেকটা মিলন মেলায় পরিণত হয়েছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS