ভিডিও

এক কলাগাছে  ৪০টি মোচা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ০৭:২১ বিকাল
আমাদেরকে ফলো করুন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের খামারপাড়া গ্রামে এক কলাগাছে একসাথে চল্লিশটির মতো মোচা ধরেছে। আর এই দৃশ্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ছুটছেন ওই গ্রামে। যা নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সিয়াম নামের এক কিশোর গত বৃহস্পতিবার দুপুরে বানিয়াজান খালের কৃষি জমিতে কাজ করতে গিয়ে পাশেই একটি কলাগাছে অদ্ভুত ওই মোচা দেখতে পায়। ফিরে এসে গ্রামের অনেককে বিষয়টি জানালে খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। উৎসুক অনেকেই কলাগাছটি দেখতে ভিড় জমান এবং ছবি তোলেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, এক কলাগাছে অসংখ্য মোচা ধরেছে এমন ঘটনা আগে দেখিনি। আমি নিজেও আশ্চর্য হয়েছি।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, একটি কলাগাছে প্রায় ৪০টি মোচা ধরার ঘটনা বিরল। এমনটি অস্বাভাবিক। এখানে কুসংস্কারের কিছু নেই। এটা গাছের অসুস্থতা জনিত কারণে ঘটে থাকতে পারে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS