ভিডিও

নন্দীগ্রামে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, একজন গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ১১:৩০ রাত
আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ১১:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্নী) চিকিৎসকের ওপর হামলা ও শ্বাসরোধে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত চিকিৎসক মো. আব্দুর রউফ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

আজ শনিবার (২০ এপ্রিল) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামী আব্দুর রাজ্জাককে (৪৫) গ্রেফতার করে। সে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বাটদিঘী গড়িয়ালপাড়ার মৃত আকবর আলীর ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠান মির্জাপুর গ্রামের চৌমহনী বাজারে মোটরসাইকেল সার্ভিসিং দোকানের সামনে চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে।

আজ শনিবার দুপুরে ইন্টার্নী চিকিৎসক আব্দুর রউফের পিতা বাটদিঘী গড়িয়ালপাড়ার ফজলুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS