ভিডিও

তীব্র তাপ প্রবাহ শুরু হওয়া গাইবান্ধায় জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ০৭:৪০ বিকাল
আমাদেরকে ফলো করুন

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় তীব্র তাপ প্রবাহ শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত তিনদিনের ব্যবধানে তাপ প্রবাহ এখন তীব্র রূপ নিয়েছে।

শ্রমজীবি মানুষ ঘরের বাইরে যেতে পারছে না। টানা উষ্ণ ও তীব্র তাপ প্রবাহের সাথে খরা ও অনাবৃষ্টিতে শুকিয়ে যাচ্ছে নদ-নদী, খাল-বিল। প্রখর তাপে মৌসুমী ফলসহ ইরি-বোরো ফসলের বিপুল ক্ষতির আশংকা দেখা দিয়েছে। তাপদাহে নাজেহাল পশু পাখিরাও।

কৃষি বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, বৈশাখের খরতাপে বোরো ইরির ফসলি জমিতে ৪ সেন্টিমিটার পানি জমিয়ে রাখার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। অপরদিকে সরকারি ঘোষণা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS