ভিডিও

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০১:৩৮ দুপুর
আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ০১:৩৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আজ সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আরাকান সড়কের রায়খালী সেতুসংলগ্ন এরিনা গার্মেন্টস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক দেলোয়ার হোসেন (৩০) ও অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)। এর মধ্যে নিহত অটোরিকশাচালক দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ফিশারিঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মাছ নিয়ে বোয়ালখালীর গোমদন্ডী ফুলতল বাজারে বিক্রির জন্য যাচ্ছিল মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘বোয়ালখালীতে দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS