ভিডিও

বাগাতিপাড়ায় তিনদিনেও গ্রেফতার হয়নি হত্যা মামলার আসামিরা

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৮:৫২ রাত
আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ০৮:৫২ রাত
আমাদেরকে ফলো করুন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার চক মাহাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোহনকে কুপিয়ে হত্যার ঘটনার তিনদিন পার হলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় উপজেলার চকমাহাপুর এলাকার বিজুর ছেলে রাজিব, আল আমিন, ইসতিয়াক এবং পার্শ্ববর্তী বাঘা উপজেলার খাগরবাড়িয়া এলাকার মহির উদ্দিন মাস্টারের ছেলে মোস্তফাসহ আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত শুক্রবার বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের মামা আয়নাল আলী। তবে তিনদিন পার হলেও মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, মামলার খবর পেয়ে আসামিরা আত্মগোপনে আছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় অনতে সক্ষম হবো।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS