ভিডিও

আত্রাইয়ে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার মাঠে মাঠে বোরো ধান পাকতে শুরু করেছে। বোরো ধানের সোনালী শীষে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। পাকা ধান ঘরে উঠাতে খোলান প্রস্তুতিতে এখন ব্যস্ত কৃষকেরা।

কৃষি অফিসের তথ্যমতে, এবার উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে অধিক। ধান বপণের শুরু থেকেই অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবারের বোরো ধান মাঠে মাঠে দর্শনীয় হয়ে উঠেছে।

বেশ কিছু এলাকায় আগাম জাতের ধান পাকতেও শুরু করেছে। অধিকাংশ এলাকার মাঠ জুড়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে বোরো ধানের শীষ। আর এ সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।

উপজেলার ভোঁপাড়া গ্রামের কৃষকরা জানায়, বোরো ধানের মধ্যে জিরাসাইল ধানের আবাদ এ এলাকায় সর্বাধিক পরিমাণ জমিতে করা হয়েছে। কিছু কিছু জমিতে নতুন জাতের ধানের চাষও করা হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলন হবে বলে তারা আশাবাদি।

উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, কৃষকরা যাতে প্রতারিত না হয় তাই শুরু থেকেই মাঠ পর্যায়ে তদারকি করেছি। বীজ, সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও অল্প খরচে অধিক ফলনের জন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি।

ধান বপণের শুরু থেকেই উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন। ফলে উপজেলা জুড়ে বোরো ধানের অবস্থা খুবই ভাল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS