ভিডিও

‘চোর’ সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ রাত
আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ রাত
আমাদেরকে ফলো করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ব্যাটারি চোর সন্দেহে গণপিটুনিতে বাবু নামের (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। 

সোমবার রাতে পাইনাদী নতুন মহল্লা এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে মিজমিজি নিজ বাসায় তার মৃত্যু হয়। দুপুরে মরদেহ থানায় নিয়ে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি চুরির দায়ে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করেছে। ময়নাতদন্তের পর বাকিটা বলা যাবে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন একটি খালি বালুর মাঠে বাস পার্কিং করে রাখা হয়। সোমবার রাতে মনা নামের এক বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রির অপবাদ দিয়ে তাকে আটক করে কয়েকজন বেধড়ক মারধর করে। পরে অসুস্থ অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

নিহতের মা ফুলমতি বলেন, ছেলেকে সোমবার রাতে কয়েকজন লোক মারধর করে বাসায় দিয়ে যায়। মঙ্গলবার সকালে বাবু মারা যায়। বাবু বাসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় তা বিক্রি করেছেন বলে তারা জানায়। অতিদ্রুত বাস মালিকের ব্যাটারি ফেরত দিতেও শাসানো হয়। 

তিনি আরও বলেন, আমার ছেলে ঘুমের ট্যাবলেট খেতো। কিন্তু‘ চুরির কোনো ঘটনা হুনি নাই। বাবু টাইলসের কাজ করতো। ঈদের পর আর কাজে যায়নি। আমি এ ঘটনার বিচার চাই। 

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ভিকটিমের পরিবার এখনো থানায় আসেনি। তারা থানায় এলেই মামলা হবে



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS