ভিডিও

প্রচন্ড রোদ গরমে রংপুরে মানুষের হাঁসফাঁস অবস্থা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রংপুর নগরীর জনজীবন। একে তো সকাল থেকেই প্রখর রোদ, সেই সাথে দেখা নেই বৃষ্টিরও। একটু প্রশান্তির আশায় নগরীর মানুষজন রোদ থেকে বাঁচতে গাছের ছায়া কিংবা শীতল স্থানে ছুটছে। অনেকেই প্রচন্ড রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করছেন।

এদিকে প্রচণ্ড রোদের কারণে ঘর-বাড়ি তপ্ত হয়ে আছে। রাস্তা থেকে গরম বাতাস গায়ে লাগে। বাড়িতে কিংবা অফিসে ফ্যানের বাতাসেও প্রাণ জুড়াচ্ছে না। সবমিলিয়ে রংপুর নগরীসহ জেলার সর্বত্র তীব্র গরমে অস্বস্তির মাত্রা বেড়েছে।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষজন। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তাপদাহ বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে ঠান্ডা পানির। রাস্তার মোড়ে মোড়ে এবং ফুটপাতে দাঁড়িয়ে আখের রস, লেবু ও ফলের শরবত খেয়ে শরীর জুড়িয়ে নিচ্ছেন অনেকে।

অনেককেই নগরীর শেখ রাসেল সুইমিং পুলে সন্তানদের নিয়ে গোসল করতে দেখা গেছে। আবার গ্রামের প্রায় শ্যালো মেশিনে গোসল করতে দেখা গেছে উঠতি বয়সের তরুণদের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন জানান, হাসপাতালে শিশুদের চাপ বাড়লেও সমস্যা নেই। পর্যাপ্ত চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন। শিশুদের বাসায় পরিচর্যা করা জরুরি।

গরমে ঘেমে গেলেই গা মুছে দিতে হবে। পর্যাপ্ত পানি খেতে হবে। ঠান্ডা স্থানে থাকতে হবে। অযথা গরমে যাওয়া ঠিক নয়। শরীর বেশি খারাপ হলে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, আজ বুধবার (২৪ এপ্রিল) রংপুরের তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS