ভিডিও

রাজশাহীতে সমন্বিত প্রচেষ্টায় শব্দদূষণ কমানোর আহ্বান

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ১০:৩৬ রাত
আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ১০:৩৬ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে নানা কর্মসূচি মধ্যদিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় এ আয়োজন করে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আলোচক ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুব্রত ঘোষ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান। রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুকসহ অন্য কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS