ভিডিও

ধুনট, দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে ইসতিসকার নামাজ আদায়

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ১০:০৯ রাত
আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১০:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলায় মথুরাপুর জিএমসি কলেজ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন পাঁচথুপি জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম জিহাদী। নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন  স্থানীয় পিরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।


দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায়  আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা ইমাম ও মোয়াজ্জেম সমিতির আয়োজনে এই বিশেষ ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে দোয়া পরিচালনা করেন, উপজেলা ইমাম মোয়াজ্জিম সমিতির সভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজিজুর রহমান।

নামাজে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক প্রামানিক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লবসহ এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক কর্মচারী, শ্রমজীবী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে বৃষ্টি চেয়ে এবং তীব্র দাবদাহ  থেকে রক্ষা  পেতে ইস্তিসকার নামাজ এবং বিশেষ  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার পৌর এলাকার  দেলুয়াবাড়ী ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে উপজেলার বিভিন্ন এলাকা মুসল্লীরা ছাড়াও অংশগ্রহণ করেন সারিয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাসেম, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল মাজেদ, সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, সহ অধ্যাপক মোখলেছুর রহমান, প্রভাষক রেজাউল করিম, জহুরুল ইসলাম, আব্দুল মাজেদ, আব্দুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি আমিরুল মোমিন পিন্টু, মাওলানা  হেলালুজ্জামান প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS