ভিডিও

তীব্র তাপদাহে আম ও লিচু পুড়ে যাচ্ছে

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৬:১৯ বিকাল
আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ০৬:১৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি : ২/১দিনের মধ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এসব তথ্য নিশ্চিত করেছেন, দিনাজপুর আবহাওয়া অফিসের কর্তব্যরত কর্মকর্তা তোফাজ্জল হোসেন। তবে তিনি বলেন, মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রযেছে।

কৃষিবিদরা বলছেন, প্রচন্ড তাপে আম ও লিচু পুড়ে যাচ্ছে। এ সপ্তাহে বৃষ্টিপাত না হলে ফলন ভালো হবে না। বাগানি ও কৃষকদের গুনতে হবে অর্থনৈতিক ক্ষতি। শ্রমিক ও দিনমজুররা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে।

জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি হওয়ায় ফ্যানের বাতাস গরম হয়ে যাচ্ছে। এরমধ্যে রয়েছে লোডশেডিংয়ের অভিশাপ। এবারের প্রচন্ড গরম ও তাপ প্রবাহে বৃদ্ধ ও শিশুদের মধ্যে বমি, পাতলা পায়খানা, জ্বর ও মাথাব্যথা বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

এদিকে প্রচন্ড তাপ প্রবাহ ও গরমকে উপেক্ষা করে দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন ৩টি ইউনিয়নে চলছে নির্বাচন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS