ভিডিও

রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০১:০৮ দুপুর
আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ০১:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে কামরুল হাসান ফাহিম (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। ফাহিম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকের মাস্টারের বাড়ির মো. ওমর ফারুকের ছেলে ও মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সেকান্তর আলম বলেন, সকালে বিদ্যালয়ে আসে ফাহিম। কিন্তু উপজেলা নির্বাচনের সংক্রান্ত ট্রেনিং থাকায় এদিন কোনো ক্লাস হয়নি। পরে বাড়িতে চলে যায় সে। বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS