ভিডিও

রায়গঞ্জে অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রির অপরাধে জরিমানা 

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ১০:৪৩ রাত
আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ১০:৪৩ রাত
আমাদেরকে ফলো করুন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনুমোদনবিহীন জ¦ালানি বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাঁশাইল এলাকায় অনুমোদনবিহীন জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স সোহেল ট্রেডার্স ও সালেহা ট্রেডার্স নামক দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার করে এ জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে রায়গঞ্জ থানা পুলিশ ও যমুনা ওয়েল কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ জানান, বেশ কিছুদিন ধরে অনুমোদনবিহীন জ্বালানি তেল বিক্রির অপরাধে এ জরিমানা আদায় করা হয় এবং জনস্বার্থে ভ্রামম্যাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS