ভিডিও

বড়াইগ্রামে

প্রতিবন্ধী যুবতীর সম্ভ্রমহানির দায়ে ৩ কিশোরকে ১০ বছর করে আটকাদেশ 

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ১০:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী যুবতীর সম্ভ্রমহানির দায়ে শিশু আইনে ৩ কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি আনিসুর রহমান জানান,২০২০ সালের ২০ মার্চ বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর খালে মাছ ধরছিল ৪ কিশোর। এ সময় মানসিক প্রতিবন্ধী এক যুবতীকে একা খালের ধারে ঘুরতে দেখে অভিযুক্ত আকাশ,তুজাম ও রানা ওই যুবতীকে তুলে পাশের গাছতলায় নিয়ে পালাক্রমে দলবদ্ধ সম্ভ্রমহানি করে।

এসময় ওই যুবতীর কান্নায় স্থানীয় লোকজন লাঠি নিয়ে এগিয়ে এলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা হলে ওই ৩ কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। বিচারিক কার্যক্রম শেষে বিচারক এ রায় দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS