ভিডিও

ঝড়ে ১০ তলার দেয়াল ভেঙে পড়ে টিনশেড ঘরে নারীর মৃত্যু

প্রকাশিত: মে ০৬, ২০২৪, ০২:১৭ দুপুর
আপডেট: মে ০৬, ২০২৪, ০৩:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে নির্মাণাধীন ১৬ তলা ভবনের দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড বাড়ির ওপর পড়ে। এ ঘটনায় এক নারী নিহত হন। আহত হন ওই বাড়িতে বসবাস করা আরও আটজন। তাদের মধ্যে লুৎফা (৩৫) ও রাব্বি (৯) নামে দু’জন ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্লক-সি’র ১ নম্বর রোডের ওই ভবনের ১০ তলার পশ্চিম পাশের একটি দেয়াল ধসে পড়ার কথা জানিয়েছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঝড়-বৃষ্টির সময় দেয়াল ধসে পড়ে। এতে টিনশেড বাড়ির চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত এবং আটজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক রেশমা (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক সৈকত জানান, নিহত রেশমার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS