ভিডিও

আজ বিশ্বাকবি রবী ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী

পতিসর ও শাহজাদপুরে বসছে কবি ভক্তদের মিলনমেলা

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ০৫:৪১ বিকাল
আপডেট: মে ০৮, ২০২৪, ০৫:৪১ বিকাল
আমাদেরকে ফলো করুন

নওগাঁ ও আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :  আজ ৮ মে ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় কবির নিজস্ব জমিদারি কালিগ্রাম পরগণার কাচারিবাড়ি পতিসরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।

আজ বিকেল ৩টায় রবীন্দ্র কাচারিবাড়ি পতিসর দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শহীদুজ্জামান সরকার এমপি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের এমপি এডভোকেট মো: ওমর ফারুক, নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ -৪ (মান্দা) আসনের এমপি এসএম, ব্রহানী সুলতান মামুদ,নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো: আব্দুল মালেক।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর এস এম মোজাফফর হোসেন এবং নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।


পরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমি এবং রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী,কলা কুশলীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। 
এব্যাপারে আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, পতিসরে কবিগুরুর জন্মোৎসব অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মোৎসব যথাযোগ্য মর্যাদায় পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিরাজগঞ্জ, শাহজাদপুর ও উল্লাপাড়া প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শাহজাদপুরে ২৫,২৬ ও ২৭ বৈশাখ তিনদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, জেলা প্রশাসন আয়োজিত রবীন্দ্র কাচাড়িবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন আজ সকাল ১০ টা ৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

উদ্বোধন শেষে রবীন্দ্র অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৬ বৈশাখ ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা ; রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ সেমিনার অনুষ্ঠিত হবে। বিকেলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিন ২৭ বৈশাখ সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এদিকে ২৫ বৈশাখ উপলক্ষে গোটা কাচাড়িবাড়ি নতুন সাজে সাজানো হয়েছে। রবীন্দ্র কাছাড়িবাড়ির কাস্টোডিয়ান মোঃ আবু সাঈদ ইনাম তানভিরুল জানান, কবি গুরুর জন্মোৎসব উপলক্ষে কাছাড়িবাড়ি নতুন সাজে সাজানো হয়েছে। অন্যদিকে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS