ভিডিও

ধুনটে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যুর ঘটনায় চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ০৯:৩৯ রাত
আপডেট: মে ০৮, ২০২৪, ০৯:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাক্টরের চাপায় শিশু শিক্ষার্থী আহসান হাবিব (৭) মৃত্যুর ঘটনায় চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিহত শিশুর বাবা মুনজু সরকার বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

প্রকাশ উপজেলার ধুনট আল-কোরআন একাডেমির কেজি শ্রেণীর শিক্ষার্থী আহসান হাবিব গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আড়কাটিয়া গ্রামে বাড়ির অদূরে রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় ইছামতি নদী থেকে অবৈধভাবে বালুবাহী ট্রাক্টরের নিচে পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ৪টি ট্রাক্টর ও ১টি খননযন্ত্রে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মুনজু সরকার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ট্রাক্টরের মালিক সুলতানহাটা গ্রামের রায়হান মন্ডল মুনু, চালক আড়কাটিয়া গ্রামের কামরুজ্জামান রুবেল ও চালকের সহযোগী ইকবাল হোসেনকে আসামি করা হয়েছে।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS