ভিডিও

ভোটার নেই ভোটকেন্দ্রে, রান্না-বান্নায় ব্যস্ত আনসার সদস্যরা

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ১০:০৭ রাত
আপডেট: মে ০৮, ২০২৪, ১০:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে ভোটার উপস্থিতি তেমন না থাকায় দুপুরের রান্না-বান্নার আয়োজন করছেন কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার সদস্যরা। 
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ উচ্চ বিদ্যালয় এমন দৃশ্য চোখে পড়ে। 
সাওরাইদ উচ্চ বিদ্যালয় মহিলা ও পুরুষ দুটি কেন্দ্র। এখানে ১০টি বুথে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৭৪ জন। 
এদিকে, বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর ও জামালপুর ইউনিয়নের এলাকায় বিক্ষিপ্ত দুটি ঘটনায় ৩ জন আহত হয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদ নির্বাচন আচরন বিধিমালা ২০১৬ এর ৩১ ধারা লঙ্ঘনে ৩২(১) ধারা করায় মো. শোয়াইব (২১) নামের এক যুবককে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

দন্ডপ্রাপ্ত সোয়াইব উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মো. সাত্তার ফকিরের ছেলে। 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে দুই একটি বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে ছুটে যাচ্ছে। 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু বলেন, ‘একটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS