ভিডিও

ধুনট সমাজসেবা কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ১০:৩৮ রাত
আপডেট: মে ০৮, ২০২৪, ১০:৩৮ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সেলিম রেজার বিরুদ্ধে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী হাফিজুর রহমান মন্ডল। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ায় হাফিজুর রহমান বাদি হয়ে গত মঙ্গলবার বগুড়া আদালতে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাগাটিয়া গ্রামের হোসেন আলীর ছেলে সেলিম রেজা উপজেলা সমাজসেবা কর্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী। তিনি একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাসির উদ্দিনকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিতে থাকেন।

এ অবস্থায় ২০২২ সালে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে হাফিজুর রহমানের সাথে চাকরির কথাবার্তা হয় সেলিম রেজার। এক পর্যায়ে ২২ ফেব্রুয়ারি হাফিজুর রহমানের কাছ থেকে ১৩ লাখ টাকার চুক্তিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে অগ্রীম সাত লাখ টাকা নেন সেলিম রেজা।

কিন্তু নাসির উদ্দিন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করলেও সেলিম রেজা তাকে লিখিত পরীক্ষায় কৃতকার্য দেখিয়ে বাঁকি ছয় লাখ টাকা দাবি করেন। এতে হাফিজুর রহমানের মনে সন্দেহ হলে বিষয়টি খতিয়ে দেখেন চাকরির যাবতীয় কার্যক্রম ভূয়া। এ অবস্থায় টাকা ফেরত চাইলে সেলিম রেজা ক্ষুব্ধ হয়ে হাফিজুর রহমানকে হুমকি দেন।

এ ঘটনায় হাফিজুর রহমান বাদি হয়ে সেলিম রেজার বিরুদ্ধে ৭ মে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ২৬ মে শুনানির দিন ধার্য্য করেছেন। এ বিষয়ে ইউনিয়ন সমাজকর্মী সেলিম রেজা বলেন, চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে নাসির উদ্দিনকে প্রক্সি পরীক্ষার মাধ্যমে পাশ করে দিয়েছি।

কিন্তু নাসির উদ্দিন মৌখিক পরীক্ষায় অংশ না নিয়ে আমার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-কাফী বলেন, ইউনিয়ন সমাজকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে আদালত থেকে কাগজপত্র পেলে উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS