ভিডিও

গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: মে ১০, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আপডেট: মে ১০, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস পাচারের সময় দুই মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রহনপুর বাজার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনকে খবর দিলে ভ্রাম্যমাণ আদালতে আবুল ও টুটুল নামে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন, সন্তোষপুর শিশাটলা গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে মাংস নিয়ে যাওয়ার সময় রহনপুরে জনতার হাতে আটক হয় দুই ব্যবসায়ী।

পরে স্থানীয়দের খবরে সেখানে উপস্থিত হয়ে দুইজনকে জরিমানা ও জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয় এবং ব্যবসায়ীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS