ভিডিও

বাগাতিপাড়ায় ওজনে কম দেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: মে ১৩, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট: মে ১৩, ২০২৪, ০৮:২৮ রাত
আমাদেরকে ফলো করুন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বিএসটিআই'র অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপে কম দেওয়ার অপরাধে তাদের এ জরিমানা করা হয়।

গতকাল রোববার বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় মেসার্স এসএম ট্রেডার্সকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া একই অপরাধে অপর প্রতিষ্ঠান মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। এসময় বিএসটিআই’র কর্মকর্তারা জানান, জনস্বার্থে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS