ভিডিও

সারিয়াকান্দি উপজেলা সেরা হয়েও পড়াশোনা নিয়ে দুঃশ্চিন্তায় সোহান

প্রকাশিত: মে ১৪, ২০২৪, ১১:০৬ রাত
আপডেট: মে ১৪, ২০২৪, ১১:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দি উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় ১২৫৭ নম্বর পেয়ে উপজেলা সেরা হয়েছে সাকিবুল হাসান সোহান। উপজেলা সেরা হলেও ছেলের পড়াশোনা করানোর খরচ নিয়ে চিন্তিত সোহানের বাবা।

সাকিবুল হাসান সোহান উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের হেলাল মাহমুদ বেপারির ছেলে। সর্বোচ্চ এবারের এস এস সি পরীক্ষায় খোর্দ্দ বলাইল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে ১২৫৭ নম্বর পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে। তার বাবা জানান, পর পর তিনবার নদী ভাঙনের পর ভিটেমাটি হারিয়ে শেষে তারা আশ্রয় নেন একই ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে।

সোহানের বয়স যখন ৫ বছর তখন তার মাও মারা যান। তারপর বাবা তাকে অনেক কষ্ট করে মানুষ করছেন।  বাড়ির পাশেই বেড়িবাঁধের ওপর একটি টং দোকান দিয়ে মনোহরী জিনিসপত্র বিক্রি করে কোনরকমে সংসারের খরচ চালান। সোহান বলেন, ‘আমার ইচ্ছা আমি বুয়েটে পড়াশোনা করবো। কিন্তু আমার গরীব বাবার আয় দিয়ে সে স্বপ্ন পূরণ হবে কিনা জানি না।’

সোহানের বাবা হেলাল মাহমুদ বলেন, এত কষ্ট করে পড়ালেখা করে ছেলে এতো ভাল রেজাল্ট করেছে তার জন্য আমি খুবই খুশি। তিনবার নদী ভাঙনের পর বেড়িবাঁধে আশ্রয় নিয়ে একটি ছোট দোকানের আয় দিয়ে সংসার চালানোই মুশকিল, ছেলের কলেজের খরচ চালাব কিভাবে?

খোর্দ্দ বলাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাফি বলেন, মেধাবী সোহানের পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাকে বিদ্যালয় থেকে যা কিছু সহযোগিতা করার তা করা হয়েছে। এখন উচ্চ শিক্ষার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতার প্রয়োজন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান বলেন, সোহানকে পড়াশোনা চালিয়ে যেতে উপজেলা প্রশাসন থেকে যতটুকু সম্ভব সহযোগিতা প্রদান করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS