ভিডিও

৯ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ

দুদকের মামলায় শ্রমিক নেতা হেলাল ও তার ২য় স্ত্রী নাজী’র  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট: মে ১৫, ২০২৪, ০৭:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

কোর্ট রিপোর্টার : জ্ঞাত আয় বহির্ভূত  ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা ৫৯ পয়সার সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদক কর্তৃক দায়েরকৃত মামলায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর এবং বগুড়া জেলা শ্রমিক লীগ ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দীন শেখ হেলাল এবং তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম (নাজী) দ্বয়ের পক্ষে দাখিলী সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়া হয়েছে।

সেই সঙ্গে মামলাটি বিচার নিস্পত্তির জন্য বগুড়ার স্পেশাল জজ আদালতে প্রেরণ করার আদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ওই  আসামিদ্বয়ের পক্ষে দাখিলী জামিনের আবদন শুনানীর জন্য বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদলতে দিন ধার্য্য ছিল।

আসামি  সামছুদ্দীন শেখ এবং তার দ্বিতীয়  স্ত্রী আবে জমজম (নাজী) আদালতে হাজির না হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে সময়ের আবেদন করলে বগুড়ার  সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী শুনানী অন্তে সময়ের আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপ পরিচালক মোঃ মনিরুজ্জামন বাদি হয়ে জেলা কার্যালয়ে ওই  আসামির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন আইনে বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর শ্রমিকনেতা আসামি মোঃ সামছুদ্দীন শেখ হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে দুর্নীতি দমন কমিশন ওই আসামি মোঃ সামছুদ্দীন শেখ হেলালের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভুত স্থাবর ও অস্থাবর ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকার সম্পদ পাওয়া যায়। মামলাটি তদন্ত শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান আসামি সামছুদ্দীন শেখ হেলাল ও তদন্তেপ্রাপ্ত অপর আসামি তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম (নাজী)কে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গত বছরের ২৬ ডিসেম্বর স্বাক্ষরিত অভিযোগ পত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।

আসামি হেলাল বগুড়া শহরের চকসুত্রাপুর শহীদ বেলু রোডের মৃত মজিবর রহমানের ছেলে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে দুদকের পিপি এড. এস এম আবুল কালাম আজাদ এবং আসামি পক্ষে এড. মোঃ আতাউর রহমান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS