ভিডিও

উখিয়ার পাহাড়ে আরসার কমান্ডারসহ আটক ২

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট: মে ১৫, ২০২৪, ০৯:২২ রাত
আমাদেরকে ফলো করুন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় গহিন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

বুধবার ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া অতিরিক্ত) পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় হয়। একপর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল ধ্বংস করতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর বোমা নিষক্রিয়করণ দল।

তিনি আরও বলেন, অভিযান এখনো পুরোপুরি সমাপ্ত হয়নি। তাই পাহাড়টি ঘিরে রাখা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS