ভিডিও

চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিককে ফেরত দিল কাজিপুর থানা পুলিশ

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৯:৫৩ রাত
আপডেট: মে ১৫, ২০২৪, ০৯:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ তিনবছর পূর্বে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে তা প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলের মালিক এলাহী হোসেনের কাগজপত্র দেখে তার হাতে চাবি তুলে দেন কাজিপুর থানা পুলিশের পক্ষে উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশ গত ১১ মে উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে আসাদুলকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পুলিশ সিরাজগঞ্জ বিআরটিএ অফিস থেকে গাড়ির ইঞ্জিন ও চেচিস নম্বরের ভিত্তিতে প্রকৃত মালিকের নাম ঠিকানা বের করে। এরপর আদালতের প্রক্রিয়া শেষে মালিক এলাহী হোসেনের হাতে ওই মোটরসাইকেলের চাবি তুলে দেয়া হয়।

এলাহী হোসেন বলেন, আমার গাড়ি ২০২১ সালে হারিয়েছিল। একটি জিডি করে রেখেছিলাম। ভেবেছিলাম হয়তো আর পাবো না। এখন গাড়ি পেয়ে অনেক ভালো লাগছে। কাজিপুর থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। 
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS