ভিডিও

তেঁতুলিয়ায় বাজারে ইরি-বোরোর দাম কম, হাসি নেই কৃষকের মুখে

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ১০:৩৬ রাত
আপডেট: মে ১৫, ২০২৪, ১০:৩৬ রাত
আমাদেরকে ফলো করুন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো-ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, এ মৌসুমে জেলায় মোট ৩৩ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বোরো-ইরি ধান চাষাবাদ হয়েছে।

ধান গবেষণা ইনস্টিটিউট’র উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রি ধান ৯২, ১০০, ১০২ ও ১০৮ জাতের বাম্পার ফলন হয়েছে। এই জাতের ধান প্রতি হেক্টরে সাড়ে ৭ টন পর্যন্ত ফলন পাওয়ার আশা রয়েছে। সাধারণত বড় মাপের বিঘা (১০০ শতক) জমিতে ৭০ থেকে ৭৫ মণ ফলন পাওয়া যাবে।

এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন উচ্চ ফলনশীল জাত ব্রি-৮৯, ২৮ ও ২৯ জাতের ধান পরীক্ষামূলকভাবে প্রদশর্নী আকারে চাষাবাদ করা হয়েছে। সম্প্রতি আগাম জাতের বোরো-ইরি ধান কাটা-মাড়াই চলছে। আগামী দু’ সপ্তাহ পর পুরোদমে ধান-কাটা-মাড়াই শুরু হবে।

গতকাল মঙ্গলবার সকালে চাষি আবুল হোসেন বলেন, ২ একর জমিতে ব্রি-২৯ জাতের বোরো-ইরি ধান চাষাবাদ করেছি বাম্পার ফলন হয়েছে। তবে এবছর দীর্ঘ অনাবৃষ্টির কারণে ধানের শীষে ছোট হয়েছে। এছাড়া ডিজেল দাম বেশি হওয়ার কারণে সঠিকভাবে জমিতে পানি সেচ দিতে পারিনি। তাই উৎপাদন ব্যয় বাদ দিলে খুব বেশি লাভ হবে না।

তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন, তেঁতুলিয়া উপজেলায় ৪ হাজার ৯শ’ হেক্টর জমিতে বোরো-ইরি চাষ হয়েছে। দীর্ঘদিন অনাবৃষ্টি থাকলেও বোরো-ইরির বাম্পার ফলন হয়েছে। চাষিরা বাজারে সঠিক দাম পেলে আর্থিকভাবে লাভবান হবে।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, এবছর সূর্যের আলো ভাল বেশি থাকার কারণে বোরো-ইরি চাষাবাদসহ সব ধরণের ফসল ভাল হয়েছে। জেলায় স্বল্প পরিসরে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে পুরোদমে ধান কাটা মাড়াই শুরু হবে।

এ মৌসুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিদ উচ্চ ফলনশীল ব্রি-৯২, ৮৯ এবং ১০০ প্লাস জাত ধানের বাম্পার ফলন হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS