ভিডিও

গাইবান্ধায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ১০:৫৭ রাত
আপডেট: মে ১৫, ২০২৪, ১০:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

গাইবান্ধা প্রতিনিধি :  জমিতে ধান কাটতে গিয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় ফুলমিয়া (৪৫) ও শিপন (২২) নামে ২ কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ মে) দুপুরে গাইবান্ধা সদর এবং সাঘাটা উপজেলায় এ দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যান কৃষক ফুলমিয়া। দুপুর ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষক ওই গ্রামের জোবায়ের আলীর ছেলে।

অপরদিকে সাঘাটা উপজেলার বেলতলীতে ধান কাটতে গিয়ে বেলা ১টার দিকে বজ্রপাতে শিপন নামের এক কৃষক মারা গেছেন। নিহত শিপন মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS