ভিডিও

বগুড়ায় ফিটনেসবিহীন ১৮টি যানবাহনের জরিমানা

প্রকাশিত: মে ১৬, ২০২৪, ১০:২১ রাত
আপডেট: মে ১৬, ২০২৪, ১০:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) সকাল থেকে শহরের বনানী, তিনমাথা এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার অভিযানে নেতৃত্ব দেন।

এসময় ফিটনেসবিহীন ১৮ টি বাস ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসময় ১ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেন ট্রাফিক পুলিশ। পরে ‘নো হেলমেট নো ফুয়েল’ সিদ্ধান্ত কার্যকর করতে বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে সতর্ক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, বগুড়ায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এসময় ১৮ টি বাস ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসময় ১ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS