ভিডিও

পাঁচ কোটি টাকা আত্মসাৎ

টিএমএসএস’র সাবেক পরিচালকের কারাদন্ড ও জরিমানা

প্রকাশিত: মে ১৬, ২০২৪, ১০:৪০ রাত
আপডেট: মে ১৭, ২০২৪, ০৩:১৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

প্রতারণামূলকভাবে টিএমএসএস’র পাঁচ কোটি টাকা আত্মসাৎ করায় টিএমএসএস’র সাবেক পরিচালক মশিউল ইসলাম টিপুর বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার মামলার রায়ে বৃহস্পতিবার (১৬ মে) বগুড়ার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ জরিমানার রায় ঘোষণা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, টিএমএসএস’র সাবেক পরিচালক মশিউল ইসলাম টিপু সংস্থায় কর্মকালীন টিএমএসএস কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে নতুন ব্যবসা পাইয়ে দেওয়ার নামে সংস্থা থেকে পাঁচ কোটি টাকা গ্রহণ করেন। পরবর্তীতে কোনো ব্যবসা ও অর্থ ফেরৎ না দিলে কর্তৃপক্ষ বারবার তাকে তাগাদা দিলে তিনি বিভিন্ন তারিখে ১০ কিস্তিতে পরিশোধের জন্য ১০টি চেক প্রদান করেন। চেকে উল্লিখিত তারিখ অনুযায়ি ব্যাংকে জমা প্রদান করলে সকল চেক ডিজঅনার হয়। পরে প্রতিষ্ঠানের পক্ষে খলিলুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন। মশিউল ইসলাম টিপু বগুড়া সদর উপজেলার নামাজগড়ের মৃত মোফাখখারুল ইসলামের ছেলে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS