ভিডিও

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় রোহিঙ্গাসহ আটক ৪

প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট: মে ১৮, ২০২৪, ০৭:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক রোহিঙ্গাসহ চার জনকে আটক করেছে বিজিবি।

শনিবার ভোরে ওই সীমান্তের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

 

আটক চার জন হলো- ঢাকার খিলগাঁও এলাকার ধুপি চাঁদ মণ্ডলের ছেলে কেষ্ট ধর মণ্ডল (৫০), মুন্সীগঞ্জ জেলা সদরের সন্দুয়া গ্রামের সুধীর চন্দ্রের স্ত্রী আশা রানি বাছার (৪০), নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের খোকা শেখের মেয়ে শিউলি খাতুন (৩৫) এবং মিয়ানমারের নাগরিক মো. হোসেন (২৫)।

 

যশোর ৪৯ বিজিবির ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান, আটক বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের তিন জন চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন এবং অপর জন মিয়ানমারের নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS