ভিডিও

সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৮:১৭ রাত
আপডেট: মে ২০, ২০২৪, ১১:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু বারকি শ্রমিকের মৃত্যুর হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এই ঘটনায় নিহতরা হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গনেশপুর গ্রামের আনছার উদ্দিনের পুত্র দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের  মুসলিম মিয়ার পুত্র কদ্দুস মিয়া।

বজ্রপাতে আরও ৫ জন  আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নৌকা নিয়ে চেলানদীতে বালু উত্তোলন করতে আসে একদল শ্রমিক। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত এসে কর্মরত শ্রমিকদের ওপর পড়লে এতে শ্রমিক কুদ্দুস মিয়া ঘটনাস্থলে নিহত হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়াকেও মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS