ভিডিও

চুয়াডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রি, ২ দোকানির জরিমানা

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৯:১৮ রাত
আপডেট: মে ২০, ২০২৪, ১১:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দ করা ওরস্যালাইনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার বিকেলে উপজেলার হাটবোয়ালিয়া ও ভাংবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

জানা গেছে, উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোরে নকল ওরস্যালাইন বিক্রি করার দায়ে মালিক মারুফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫০০ পিস ওরস্যালাইন জব্দ করা হয়। এরপর মারিফুলের তথ্যের ভিত্তিতে নকল ওরস্যালাইনের সাপ্লায়ার মেসার্স লিটন স্টোর নামক আরও একটি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান থেকে নকল ৩০০০ ওরস্যালাইন জব্দ করা হয়। একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করে। সবশেষে ৩৫০০ পিস নকল ওরস্যালাইনগুলো ধ্বংস করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS