ভিডিও

খাগড়াছড়িতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, প্রিসাইডিং অফিসার আহত

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট: মে ২১, ২০২৪, ০৭:০৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

খাগড়াছড়ি সদরের ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে।

এ সময় প্রিসাইডিং অফিসারের ওপর হামলার ঘটনাও ঘটে। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জাল ভোটের অভিযোগ তুলে কেন্দ্রটিতে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ অবস্থায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শরৎ কুমার ত্রিপুরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন নামের এক যুবক আকতার হোসেন নামে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে কেন্দ্রে জাল ভোটের গুজব ছড়ান। একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের কয়েকজন সমর্থক কেন্দ্রে এসে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে প্রিসাইডিং অফিসার রুমের দরজা আটকে আশ্রয় নিলে বিশৃঙ্খলাকারীরা দরজা ভাঙচুর করে হামলার চেষ্টা করে। এতে প্রিসাইডিং অফিসার আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পর পুনরায় ভোট শুরু করা হয়। বিকাল ৪টায় ভোট শেষে চলছে গণনা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS