ভিডিও

পুকুর থেকে ব্যালটভর্তি বক্স উদ্ধার

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট: মে ২২, ২০২৪, ১০:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে কেন্দ্রে ঢুকে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পুকুর থেকে ব্যালটভর্তি বক্স উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) বিকেলে পৌরশহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, একটি পক্ষ কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


এ সময় পুলিশ ধাওয়া করলে তারা ব্যালট বক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম ঘটনাস্থলে এসে বক্সটির ভেতরে থাকা ভোটগুলো অক্ষত অবস্থা দেখে তা গণনার নির্দেশ দেন।

ভোটগ্রহণ শেষে কসবা ও আখাউড়া উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোট গণনা চলছে।  

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS