ভিডিও

যশোর উপজেলা নির্বাচন স্থগিত

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট: মে ২৩, ২০২৪, ০৭:১০ বিকাল
আমাদেরকে ফলো করুন

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সব পদের ভোট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সংক্রান্ত ইসির নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান।

আগামী ২৯ মে এ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ছিলএখন আদালতের আদেশে চেয়ারম্যান পদে আরও একজন যুক্ত হবে।

ইসির চিঠিতে বলা হয়, যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম আদালতে গেলে ১৩ মে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের আদেশ পান তিনি।

পরে ২০ মে এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে তাতে ‘নো অর্ডার’ আদেশ আসে। এমন পরিস্থিতিতে নতুন প্রার্থীকে যুক্ত করে আদালতের আদেশ বাস্তবায়নে ২৯ মে অনুষ্ঠেয় সদর উপজেলার সব পদের নির্বাচন স্থগিত করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS