ভিডিও

সাভারে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৭:৪২ বিকাল
আপডেট: মে ২৩, ২০২৪, ০৭:৪২ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাভারে রমজান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

 
 

 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেটের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে।

নিহত রমজান বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেট এলাকার মো. শওকত হোসেনের ছেলে। প্রতিপক্ষরা তার পুরো পরিবারকেও বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ রয়েছে।

হত্যা ও মারধরের অভিযোগ তোলা হয়েছে- খেয়াঘাট এলাকার রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮/১০ জনের বিরুদ্ধে। তারা রমজানের মাথার ৫ স্থানে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছেন বলে অভিযোগ করেছে পরিবার।

নিহত রমজানের স্ত্রী সোহানা আক্তার বলেন, ঘটনাস্থলে আমাদের ১৮ শতাংশ জমি রয়েছে। দুপুরে সেই জমি দখলের জন্য যায় রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮/১০ জন। খবর পেয়ে আমার স্বামী তার ভগ্নিপতি সেলিমকে নিয়ে জমিতে যান। তারা জমিতে যাওয়া মাত্র লোহার রড ও ধারালো দেশিয় অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। সেলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমার স্বামীর মাথায় কুপিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করি। এ সময় রাস্তায় আমাদের গতিরোধ করে আবারও পরিবারের সকল সদস্যদের পেটানোর চেষ্টা করে রহিম, ইউনুসরা। কোনোভাবে জান বাঁচিয়ে আমার স্বামীকে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আমার স্বামীকে সময়মত হাসপাতালেও নিতে দেয়নি।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS