ভিডিও

দলীয় কার্যালয়ে পোস্টার লাগানো নিয়ে বিরোধ

ধুনটে ২ চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৩

প্রকাশিত: মে ২৪, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট: মে ২৪, ২০২৪, ০৯:২২ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারি চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছু, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আলমগীর হোসেন ও যুবলীগ নেতা ছানোয়ার হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন্দল-বিরোধে বিভক্ত হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ জুন ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ২০মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীদের বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা জমে উঠেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রার্থীদের কর্মী সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে পোষ্টার লাগাতে থাকেন। তারই ধারাবাহিকতায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের (ঘোড়া) কর্মী সমর্থকরা কয়েক দিন আগে খাটিয়ামারি চৌরাস্তা মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে পোস্টার লাগান। এরপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির (আনারস) কর্মী সমর্থকরা একই কার্যালয়ে পোস্টার লাগায়।  
এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর উপস্থিতিতে তাদের কর্মী সমর্থকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসময় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS