ভিডিও

উপরের ঢালাই ভেঙেছে, গর্ত হয়েছে পার্বতীপুরে ক্যানেলের ব্রিজ ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৭:৩০ বিকাল
আপডেট: মে ২৫, ২০২৪, ০৭:৩০ বিকাল
আমাদেরকে ফলো করুন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ক্যানেলের ব্রিজের ওপর দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিজের ওপরের ঢালাই ভেঙে দুই জায়গায় গর্ত হয়ে পানি জমে থাকে। ব্রিজের লোহার পাতগুলো ভেঙে নড়বড়ে হয়েছে। এছাড়াও নিচের বালু ধসে যাওয়ায় প্রোটেকশন ওয়াল ভেঙে পড়েছে। যেকোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। অথচ এসব দেখার কেউ নেই।

রংপুর-দিনাজপুর হাইওয়ের পার্বতীপুর পৌরসভা থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে অবস্থিত ক্যানেলের ব্রিজ। এটি মূলত তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় নির্মিত বগুড়া সেচ খাল ব্রিজ। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত হয় এই ব্রিজ। সৈয়দপুর বিভাগ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন হয়। তিস্তা ব্যারেজ হতে এ ব্রিজটির দূরত্ব ৬৭ কিলোমিটার। ৪৬ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে ব্যয় হয় প্রায় চার কোটি টাকা। গত ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ব্রিজটির চলাচলের জন্য উদ্বোধন করেন তৎকালীন রংপুর বাপাউবো উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর মোশাররফ হোসেন।

ব্রিজটি নির্মাণের চার বছরের মাথায় ব্রিজের পশ্চিমের উত্তর পাশের প্রোটেকশন ওয়ালের মাটি ধুয়ে যাওয়ায় বড় বড় ব্লকগুলো ভেঙে পড়েছে। ব্রিজের ওপরের ঢালাই ভেঙে দুই জায়গায় বড় দু’টি গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজের ওপরে ৫টি লোহার পাত দেয়া হয়েছে। পাতগুলো ভেঙে যাওয়ায় যেকোন যানবাহন ওপর দিয়ে গেলেই তা ঝনঝন শব্দে বেজে উঠে। হঠাৎ এ রকম শব্দে চালকরা আতংকিত হয়ে যায়। এছাড়াও ব্রিজটি অতিক্রম করার সময় উঁচু নিচুর জন্য ধাক্কা খেতে হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS