ভিডিও

শ্রেণিকক্ষে ধসে পড়লো পাশের ভবনের ছাদ, স্কুলছাত্র নিহত

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৭:১৫ বিকাল
আপডেট: মে ২৭, ২০২৪, ০৭:১৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে নোয়াগাঁও চৌমুহনী এলাকার নুর আইডিয়াল স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম সাগর (১০)। সে নগরীর শাকতলা এলাকার অলি হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, নিহত শিক্ষার্থী নোয়াগাঁও চৌমুহনী এলাকার নুর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। বৈরী আবহাওয়ার কারণে পঞ্চম শ্রেণির আর কোনও শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল না। স্কুলের পাশে একটি সাততলা ভবনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। ভবনের কাজ শেষ হলেও নতুন ভবন হিসেবে এর আশপাশে নিরাপত্তাবলয় ছিল না। ক্লাস চলাকালীন ভবনটির ছাদের একটি অংশ স্কুলের ওপর ধসে পড়ে। স্কুলটি টিনশেড ছিল। এটি সরাসরি ক্লাসরুমে ওই শিশুর গায়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে ওই ছাত্র নিহত হয়।

তিনি বলেন, ‘ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। ওই ক্লাসরুমে বেশি শিক্ষার্থী থাকলে আরও বড় অঘটন ঘটতে পারতো।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS