ভিডিও

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো ৩

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট: মে ২৭, ২০২৪, ০৮:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

বান্দরবানে ব্যাংক ডাকাতি ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৬ মে) সন্ধ্যায় রোয়াংছড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কেএনএফবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোহান বম (৪৫), লাল হোম লিওন বম (৩৭) ও লাল রাম লিয়ান বম (৩৮)। 

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বলেন, সোমবার তাদের রোয়াংছড়ি থানা থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেকর্ড অফিসার বিশ্বজিৎ সিংহ বলেন, আদালত প্রাথমিক শুনানি শেষে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ৫০ দিনে কেএনএফসংশ্লিষ্টতায় মোট আটকের সংখ্যা ৯০ জনে দাঁড়াল। তাদের মধ্যে ২৫ জন নারী সদস্যও রয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS