ভিডিও

কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ১০:৫২ রাত
আপডেট: মে ২৭, ২০২৪, ১০:৫২ রাত
আমাদেরকে ফলো করুন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম রানা শেখ (১৭)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সোমবার সকালের দিকে কুমারখালী উপজেলার বাটিকামারা জিজাবাগান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাছির উদ্দিন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য কারও আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য দেওয়া হয়েছে।

নিহতের বড় ভাই রিপন জানান, রানা ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন। তাকে বাড়িতে আটকে রাখা হয়। সে কখন যে বাড়ির বাইরে বের হয়েছে, তা তারা বুঝতে পারেনি। সকালে ট্রেনে কাটা লাশের খবর শুনে তিনি ছুটে এসে দেখেন তার ভাই আর নেই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS