ভিডিও

রিমালের প্রভাবে লক্ষীপুরে ঘরচাপা পড়ে শিশু কন্যার মৃত্যু

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট: মে ২৭, ২০২৪, ১০:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

লক্ষীপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লক্ষীপুর রামগঞ্জে ঘরচাপা পড়ে ফারিয়া নামে(৭)এক শিশু কন্যা মারা গেছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নানি। তবে নানির নাম-পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ সংসার আলী বেপারী বাড়িতে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি মো. সোলাইমান।

এদিকে জোয়ারের পানিতে জেলার কমলনগর নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারেরও বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে করে এ এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার, এছাড়া অতিরিক্ত ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার ৬৫ থেকে ৭০ হাজার মানুষ হাটু পানিতে ভোগান্তির শিকার হন।

তীব্র বাতাসে জেলার কমলনগরের মতির হাট,লুধুয়া,কাল কিনি, সাহেবের হাট ও রামগতির চরগাজীসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান (লূধুয়া কওমী মাদ্রাসা) বিধ্বস্ত হওয়ার খবর ছাড়াও জেলার বিভিন্ন স্থানে দুই শতাধিক গাছপালা ভেঙে উপড়ে গেছে, এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ে গেছে। এতে করে জেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ।

লক্ষীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ঘরচাপা পড়ে এক শিশু মারা গেছে। এছাড়া বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলায় ২৮৫টি ঘর বাড়ি বিধস্ত হয়েছে। সাড়ে তিন হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের শুকনো খাবার  বিতরণ কার্যক্রম চলছে। নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS