ভিডিও

কুষ্টিয়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০৯:১৪ রাত
আপডেট: মে ২৮, ২০২৪, ০৯:১৪ রাত
আমাদেরকে ফলো করুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে কৃষক দুলাল চন্দ্র বিশ্বাসের (৫৫) মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার তার মৃত্যু হয়।

হাসপাতাল থেকে জানা যায়, দুলাল চন্দ্র বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত বাঞ্জার বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল নয়টায় বাড়ি থেকে গরুর ঘাস কাটতে মাঠে গেলে দুলালকে সাপে দংশন করে। তাৎক্ষণিকভাবে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন স্থানীয়রা। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মাহমুদুল হাসান সাপে কাটার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার রক্ত পরীক্ষা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোকসায় এন্টিভেনাম থাকলেও প্রয়োগ করার এক্সপার্ট ডাক্তার না থাকায় রোগীকে জেলা সদরের জেনারেল হাসপাতালে রেফার করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তাপস কুমার সরকার বলেন অসুস্থ দুলাল চন্দ্র কে হাসপাতাল আনার কিছুক্ষণ পর দুপুর ১২টায় তিনি মারা যান। তার শরীরে সাপে কাটার চিহ্ন পাওয়া যায়নি। তবে রোগীর লোকজন বলছিলেন তাকে সাপে কেটেছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS