ভিডিও

‘বোমা বিস্ফোরণে’ চুয়াডাঙ্গা সীমান্তে আহত ১

প্রকাশিত: মে ২৯, ২০২৪, ১০:৫৫ দুপুর
আপডেট: মে ২৯, ২০২৪, ১২:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ‘বোমা বিস্ফোরণে’ একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নবিউল ইসলাম নবীন নামের ওই ব্যক্তি শরীরে অসংখ্য বোমার স্প্রিন্টার নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। এর আগে রাত ৯টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের নদীর ধারে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দর্শনা থানার এসআই টিপু সুলতান সাংবাদিকদের জানান।আহত ৩৮ বছর নবিউল ইসলাম নবীন একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এসআই টিপু সুলতান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল ভারতের সীমান্তবর্তী এলাকা। কিন্তু কী ঘটেছিল, তা নিয়ে এলাকার কেউ মুখ খুলছে না।” দর্শনা থানার এসআই মোহাম্মদ তারেক বলেন, “সীমান্ত এলাকায় কেউ নবিউলকে লক্ষ্য করে বোমা কিংবা শর্টগানের ছররা গুলি ছুড়তে পারে। নবিউল নিজেও কিছু বুঝতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে।“নবিউল বলেছে, হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তারপরই সে মাটিতে পড়ে যায়। শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।” নবিউলের শরীরে পঞ্চাশটির মতো বোমার স্প্রিন্টার কিংবা শর্টগানের ছররা গুলির ক্ষত পাওয়া গেছে জানিয়ে এসআই তারেক বলেন, তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

ঘটনার বর্ণনায় আহত নবিউল বলেন, “প্রচণ্ড গরমে নদীর ধারে হাঁটাহাঁটি করছিলাম। এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ে যাই। পরে বিকট শব্দ শুনতে পাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।”পরিচয় প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বলেন, নবিউল সীমান্তে মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক ব্যবসায়ীরা নিজেদের কাছে বোমা রাখে। নিজেদের কিংবা প্রতিপক্ষের বোমায় নবিউল আহত হয়েছে বলে ধারণা তাদের। এ বিষয়ে জানতে চাইলে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, “বিষয়টি এখনো স্পষ্ট নয়।খোঁজখবর নেওয়া হচ্ছে।”



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS