ভিডিও

প্রশিক্ষণ সেন্টারে হিটস্ট্রোকে শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: জুন ০৩, ২০২৪, ১১:২৬ দুপুর
আপডেট: জুন ০৩, ২০২৪, ১১:২৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক: মেহেরপুরের গাংনীতে প্রচণ্ড গরমে ছোট্ট একটি রুমে গাদাগাদি, ঠাসাঠাসি করেই চলছিল প্রশিক্ষণ। সেখানে স্ট্রোক করে মারা যান উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা।
 মূর্শিদা খাতুন মৌসুমী (৪২)নামের ঐ শিক্ষিকার স্বামীর বাড়ী মধ্যপাড়া গ্রামে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী তিনি।শনিবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) মারা যান মূর্শিদা খাতুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম বলেন, শিক্ষাক্রম বিস্তরণ-২০২৪ এর আওতায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘটনার সময় শিক্ষিকা মৌসুমীর পাঠ প্রদর্শন চলছিল। পাঠ প্রদর্শন চলা অবস্থায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় অন্যান্য সহকর্মীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস জানান, ওই শিক্ষিকা হাসপাতালের আসার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি।সরেজমিনে প্রশিক্ষণ সেন্টারে গিয়ে সাংবাদিকরা দেখতে পান , প্রচণ্ড গরমের মধ্যে ছোট্ট একটি রুমে গাদাগাদি, ঠাসাঠাসি করে অনুষ্ঠিত হচ্ছিল শিক্ষাক্রম বিস্তরণ-২০২৪। প্রচণ্ড গরমেও নেই পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। এ ব্যাপারে কোনো উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS