ভিডিও

গোবিন্দগঞ্জে বাড়িঘরে হামলা ও ভাঙচুর মামলায় ১১৮ আসামির জামিন নামঞ্জুর

প্রকাশিত: জুন ০৩, ২০২৪, ০৯:৪৬ রাত
আপডেট: জুন ০৩, ২০২৪, ০৯:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ১১৮ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত ২১ মে শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এর ঘটনায় গত ২৫ মে বিস্ফোরক আইনে ১৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়।

আজ সোমবার (৩ জুন) বিকেলে এই মামলার ১১৮ আসামি আদালতে আত্মসমর্পণ করলে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান আসামিদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গোবিন্দগঞ্জ চৌকি আদালতের আসামিপক্ষের আইনজীবী ফয়জুল আলম রনন বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলার প্রধান আসামি জালাল উদ্দিন রুমি গ্রেপ্তার হয়ে জেলহাজতে আটক রয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS