ভিডিও

বগুড়া সদরে স্থগিত হওয়া ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে মাথাব্যাথা নাই ভোটারের

প্রকাশিত: জুন ০৩, ২০২৪, ১০:০৭ রাত
আপডেট: জুন ০৩, ২০২৪, ১০:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা পরিষদের স্থগিত হওয়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তারিখ ঘোষনার পর আবারও প্রচার প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও সব প্রার্থীকে নতুন ভাবে মাঠে দেখা যাচ্ছেনা। ব্যালট পেপারে যথাযথভাবে প্রতীক মুদ্রিত না হওয়ার অভিযোগের প্র্রেক্ষিতে ২৯ মে নির্বাচন শুরুর কিছু সময় পর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়।

গতকাল রোববার নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে আগামী ৯ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে এই নিয়ে ইতোমধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। মূল নির্বাচনে যেখানে ভোটার উপস্থিতির হার ১৯.৭৪ শতাংশ সেখানে এই নির্বাচনে ভোটার আরও কম উপস্থিত হওয়ার শংকা করছেন ভোটাররা।

ভোটারদের মত ২৯ মে‘র নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা ঘরে ঘরে যাওয়ার পরও ভোটার উপস্থিতির হার মাত্র ১৯.৭৪ শতাংশ ছিলো সেখানে স্থগিত হওয়া ভোটে ভোটার আনতে পারবে কিনা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। 
বগুড়া সদরে ১৬ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে অনেকেই এলাকা ভিত্তিক প্রচারণা চালিয়েছেন।

অনেকে নিজ এলাকার বাইরে কোন পোস্টার বা ব্যানার টানাননি। ফলে অনেক ভোটার ১৬ প্রার্থীর প্রতীক বা নাম বলতে পারছেন না। আজ সোমবার (৩ জুন) বগুড়া শহরের সাতমাথায় বেশ কয়েক জনকে সদরের ১৬ প্রার্থীর নাম বা প্রতীক বলতে বললে তারা বলতে পারেন নি।

অনেক ভোটার বলেছেন, তাদের কাছে চেয়ারম্যান প্রার্থীর লোকজন ভোট চাইলেও ভাইস চেয়ারম্যান প্রার্থীর কেউ ভোট চাননি। সব জায়গায় তাদের পোস্টারও নাই, তাই তারা নাম বলতে পারছেন না। এই ভোটাররা জানান, বগুড়া শহরের কেন্দ্রবিন্দুতেও অনেক প্রার্থীর পোস্টার বা ব্যানার নাই। তাই সব প্রার্থীকে চেনেন না।

এদিকে কয়েকজন  প্রার্থীর সাথে কথা বললে তারা নতুন করে প্রচারণা চালানোর কথা বললেও তাদের প্রচারণা চোখে পড়েনি। স্থগিত হওয়া ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনটা অনেকের কাছে গুরুত্ব হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে ভোটররা। এই নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যাথা নাই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS