ভিডিও

হালুয়াঘাটে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত: জুন ০৫, ২০২৪, ০৫:৩৯ বিকাল
আপডেট: জুন ০৫, ২০২৪, ০৫:৩৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

ময়মনসিংহ  প্রতিনিধি :  ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বন্যহাতির হামলায় গোলাপ হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কড়ুইতলি গ্রামে এই ঘটনায় নিহত গোলাপ হোসেন ওই গ্রামের জনাব আলীর ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই মো. আলী আজগর বলেন, গত রাত দেড়টার দিকে বন্য হাতিরা খাবারের সন্ধানে কড়ুইতলি গ্রামে নেমে আসে। এ সময় আমার ভাই তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে বন্যহাতির দল তার ঘরের পাশে থাকা কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে চালে কাঁঠাল পড়ার শব্দে আমার ভাইয়ের ঘুম ভাঙে। এসময় হাতি লাথি দিয়ে ঘর ভেঙে ভেতরে ঢোকে। হাতির লাথিতে ঘরে থাকা ফ্রিজ আমার ভাইয়ের শরীরের ওপরে পড়ে। ফ্রিজ সরিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাহাবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS