ভিডিও

বগুড়া শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে ১৩ জন হকার গ্রেপ্তার 

প্রকাশিত: জুন ০৬, ২০২৪, ০৯:৪০ রাত
আপডেট: জুন ০৭, ২০২৪, ১২:০২ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশ হকারদের উচ্ছেদ ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে। আজ সদর থানার পুলিশের একাধিক টিম শহরের সাতমাথা, জিলা স্কুল, পুলিশ প্লাজা,সার্কিট হাউজ, ও ঘোড়া মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে ফুটপাত মুক্ত করতে অভিযান চালিয়েছে। এ সময় শতাধিক হকারকে ফুটপাত থেকে সরিয়ে দেয়া হয়। সেইসাথে  মোট ১৩ জন হকারকে গ্রেপ্তার করা হয়।  আইনের ৩৪ ধারায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহ জানান, ফুটপাত হকারমুক্ত রাখতে গত বুধবার থেকে এই অভিযান শুরু করা হয়। এ নিয়ে আজ পর্যন্ত ২ দিনে মোট ১৩ জন হকারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে শহরের কবি নজরুল ইসলাম সড়ক, স্টেশন সড়ক, চাঁদনী বাজার, ফতেহ আলী মোড়সহ অন্যান্য স্থানে হকার উচ্ছেদ অভিযান শুরু করা হবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS